UCC in Uttarakhand | লিভ ইন করতে গেলে করাতে হবে রেজিস্ট্রেশন, লাগবে পুরোহিতের অনুমোদন! একগুচ্ছ নির্দেশিক্ষা জারি উত্তরাখণ্ডে
Thursday, January 30 2025, 5:01 pm
Key Highlightsদেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করল উত্তরাখণ্ড। করতে হবে রেজিস্ট্রেশন। নিতে হবে লিভ ইন রিলেশনের শংসাপত্র।
সম্প্রতি উত্তরাখণ্ডে চালু হয়েছে UCC অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। এর জেরে একগুচ্ছ নিয়মের ডোরে বাধা পড়েছে লিভ ইন রিলেশন বা একত্রবাস। এবার থেকে লিভ ইন করতে হলে লাগবে সরকারি রেজিস্ট্রেশন। ১৬ পাতার এই রেজিস্ট্রেশনের নিয়মবিধি অনুযায়ী কোনো যুগল একসাথে থাকতে চাইলে তাঁদের ধর্ম অনুসারে নির্দিষ্ট ধর্মগুরুর অনুমোদন পত্র জমা দিতে হবে। লাগবে পূর্ববর্তী সম্পর্কের খতিয়ানও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী বলেন, আর কোনো শ্রদ্ধা যেন অকালে না মরে তাই এই বিধিনিষেধ।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- নতুন নিয়ম

