কেন্দ্রীয় মন্ত্রীর থেকে কাগজ কেড়ে নেওয়ার অপরাধে শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করা হল

Friday, July 23 2021, 11:32 am
কেন্দ্রীয় মন্ত্রীর থেকে কাগজ কেড়ে নেওয়ার অপরাধে শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করা হল
highlightKey Highlights

গত বৃহস্পতিবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এই ঘটনার জেরে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরূপ আচরণের জন্য কেন্দ্র শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু পুরো বাদল অধিবেশনের জন্য তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File