'রাজ্যের পরিস্থিতি ভালো নয়' জানিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে সংসদ পদ থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর

Friday, February 12 2021, 10:16 am
'রাজ্যের পরিস্থিতি ভালো নয়' জানিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে সংসদ পদ থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর
highlightKey Highlights

সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, আর তার আগেই এক নয়া মোড় নিল। এযেন এক নাটকীয় ঘটনা। রাজ্যসভায় বক্তৃতা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর এই ইস্তফার কারণস্বরূপ তিনি জানিয়েছেন, রাক্যের অবস্থা ভালো নয় এবং তাঁকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছেনা। এই পরিবেশে তাঁর দমবন্ধ লাগছে। তাই সে ইস্তফা দিল, তবে দলের কাছে সে চির-কৃতজ্ঞ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File