ত্রিপুরায় গ্রেফতার করা হল দেবাংশুদের গাড়ি চালককে, টুইট করে জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

Thursday, December 21 2023, 2:56 pm
ত্রিপুরায় গ্রেফতার করা হল দেবাংশুদের গাড়ি চালককে, টুইট করে জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ
highlightKey Highlights

ত্রিপুরায় ঘটে যাওয়া হামলার জেরে গত বুধবার রাতে দেবাংশুদের গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই জানিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । এছাড়াও জানা যাচ্ছে গাড়ি চালকসহ সংশ্লিষ্ট রাজ্যে একাধিক তৃণমূল কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি টুইট করে লেখেন, 'আমবাসা। রাতভর পুলিশি তাণ্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেফতার। জয়া, সুদীপ, দেবাংশু সহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেফতারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দু'জনের বাড়িতে গিয়েছে পুলিশ। রাতের অন্ধকারেই BJP-র দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে BJP।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File