Barasat | টেবিলে রাখা টাকার পাহাড়, পাশেই বসে তৃণমূল নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল বারাসতে!
Sunday, January 4 2026, 5:33 pm

Key Highlightsটেবিলে রাখা টাকার বান্ডিলের পাহাড়, পাশের চেয়ারেই বসে বারাসত ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল ও এক ব্যবসায়ী।
টেবিলে রাখা টাকার বান্ডিলের পাহাড়, পাশের চেয়ারেই বসে বারাসত ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল ও এক ব্যবসায়ী। এমনই এক ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ল উত্তর ২৪ পরগনার বারাসতে। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এইসব চোর, মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে।গিয়াসউদ্দিন মণ্ডল ও তাঁর সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে এই টাকার উৎসের সন্ধান করা দরকার।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- বারাসাত
- ভাইরাল


