Tirupati Laddu । তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডুতে সত্যিই রয়েছে পশুর চর্বি? পরীক্ষা করে রিপোর্ট পেশ করলো জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ
তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছে।
তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ নিয়ে ঘোর বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর অভিযোগ, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হত অত্যন্ত নিম্মামনের উপকরণ দিয়ে। এমনকি তাতে মেশানো হতো পশুর চর্বিও। জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের পরীক্ষার রিপোর্ট নিশ্চিত করেছে যে বিখ্যাত মন্দিরে পাওয়া লাড্ডুগুলি ভেজাল ছিল। তাদের মধ্যে গরুর চর্বি এবং মাছের তেল সহ অনেক দূষিত পদার্থ পাওয়া গিয়েছে। সম্প্রতি সেই লাড্ডুর ল্যাব রিপোর্টের স্ক্রিনশট দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।