দেশদেশের অন্যতম বড় মিডিয়া গোষ্ঠী টাইমস গ্রুপের চেয়ারপার্সন ইন্দু জৈন প্রয়াত
শোকের ছায়া দেশের শিল্প মহলে। প্রয়াত টাইমস গ্রুপের চেয়ারপার্সন ইন্দু জৈন। বৃহস্পতিবার রাত ৯:৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জানা গিয়েছে, তিনি গত কয়েকদিন ধরেই করোনা সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু, সমস্ত লড়াই শেষ করে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। টাইমস গ্রুপের শীর্ষকর্ত্রী ইন্দু জৈনের মৃত্যুসংবাদ পেয়ে টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নীতীন গডকরি, পীযূষ গোয়েল, কিরেন রিজিজুর মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। শোকজ্ঞাপন করেছেন সচিন তেন্ডুলকরও। এক পর এক শোকবার্তা টুইটে।