Tilak Verma | বিশ্বকাপে খেলতে পারবেন না তিলক বর্মা? গুরুত্বপূর্ণ আপডেট BCCI-এর

Thursday, January 8 2026, 4:17 pm
Tilak Verma | বিশ্বকাপে খেলতে পারবেন না তিলক বর্মা? গুরুত্বপূর্ণ আপডেট BCCI-এর
highlightKey Highlights

তিলক বর্মার বিশ্বকাপে খেলা নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো BCCI এর পক্ষ থেকে।


বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ় খেলতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার সন্ধেয় BCCIএর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো। তাতে জানানো হয়েছে এই সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মা। BCCI জানিয়েছে, ‘তলপেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার সকালে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয় তিলক বর্মাকে। সেখানে সার্জারির পরে সকালেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। শুক্রবার হায়দরাবাদে ফিরে যাবেন তিনি। এখন সুস্থ আছেন এবং শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File