Tigress Zeenat | বাঁকুড়ায় অবশেষে দেখা মিললো বাঘিনী জিনাতের! ছোঁড়া হলো ঘুমপাড়ানি গুলি
Saturday, December 28 2024, 12:14 pm
Key Highlights
শনিবার বাঁকুড়ার রানিবাঁধের কাছে বাঘিনী জিনাতের দেখা মিলেছে। জিনাতকে দেখা মাত্রই তাকে লক্ষ্য করে ট্রাঙ্কুলাইজার থেকে গুলি ছোঁড়েন বনকর্মীরা।
অবশেষে দেখা মিললো বাঘিনী জিনাতের। জানা গিয়েছে, শনিবার বাঁকুড়ার রানিবাঁধের কাছে বাঘিনী জিনাতের দেখা মিলেছে। জিনাতকে দেখা মাত্রই তাকে লক্ষ্য করে ট্রাঙ্কুলাইজার থেকে গুলি ছোঁড়েন বনকর্মীরা। তবে ঘুমপাড়ানি সেই গুলি আদৌ জিনাতকে ছুঁয়েছে কিনা জল্পনা রয়েছে। এই মুহূর্তে টানটান উত্তেজনা রয়েছে বাঁকুড়ায় জিনাতকে ঘিরে। উল্লেখ্য, সিমলিপাল থেকে ঝাড়খণ্ড, সেখান থেকে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়া, তারপর আজ বাঁকুড়া, এই যাত্রাপথে ক্রমাগত এগিয়ে চলেছিল বাঘিনী জিনাত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বাঁকুড়া
- বাঘ