ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে মৃত ৩ পুলিশ অফিসার, ১জন গুরুতর জখম।

Thursday, December 24 2020, 5:27 am
ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে মৃত ৩ পুলিশ অফিসার, ১জন গুরুতর জখম।
highlightKey Highlights

পারিবারিক অশান্তির জেরে একটি পরিবারের ঝামেলা মেটাতে গিয়ে আজ ভোররাতে মধ্য ফ্রান্সের পি দ্য দোম এলাকার একটি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তিন পুলিশ অফিসারের। গুরুতর জখম আরও এক জন। স্থানীয় প্রশাসনের দাবি, ওই পরিবারের স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গেলে সন্তান কার হেফাজতে থাকবে, তা নিয়েই কাল মাঝরাতের পরে বিবাদ চরমে ওঠে। পুলিশকে ফোন করে সাহায্য চান মহিলা। খানিক পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু বাড়িতে পা রাখামাত্রই যে এলোপাথাড়ি গুলির মুখে পড়তে হয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিহত তিন পুলিশ অফিসারের বয়স ২১, ৩৭ এবং ৪৫ বছর। আহত অফিসারের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File