Donald Trump | অনুমতি ছাড়াই ট্রাম্পের রিসর্ট এর সীমানায় তিন তিনটে বেসামরিক বিমান, চিন্তায় মাকিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা রিসর্ট ‘মার-এ-লাগো’র উপরে উড়তে দেখা যায় তিনটি বেসামরিক বিমান।
গত কয়েক সপ্তাহ জুড়ে আজব কান্ড ঘটছে মার্কিন দেশে। বারবার অনুমতি ছাড়াই প্রেসিডেন্টের নিজস্ব রিসোর্টের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ছে বেসামরিক বিমান। সূত্রের খবর, সকাল ১১টা ৫মিনিট, দুপুর ১২টা ১০মিনিট এবং দুপুর ১২টা ৫০ মিনিটে তিন তিনটি বেসামরিক বিমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা রিসর্ট ‘মার এ লাগো’র ওপরে উড়তে থাকে। দ্রুত F 16 যুদ্ধবিমান দ্বারা সেই বিমান গুলো আটকানো হয়। এর আগেও ১৫ ফেব্রুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি এঘটনা ঘটেছিলো।