রাজ্য

SIR | খসড়া তালিকায় বাদ হাজার হাজার মতুয়া, বনগাঁ মহকুমায় বাদ প্রায় ৮৬ হাজার জনের নাম!

SIR | খসড়া তালিকায় বাদ হাজার হাজার মতুয়া, বনগাঁ মহকুমায় বাদ প্রায় ৮৬ হাজার জনের নাম!
Key Highlights

SIR এ কারও নাম বাদ যাবে না, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন মতুয়া গড়ে দাঁড়িয়ে এমনটাই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব।

SIR এ কারও নাম বাদ যাবে না, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন মতুয়া গড়ে দাঁড়িয়ে এমনটাই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরেই দেখা গেল মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায় বাদ প্রায় ৮৬ হাজার জনের নাম! যার মধ্যে অনেকেই মতুয়া উদ্বাস্তু মানুষ রয়েছেন বলে খবর। বনগাঁ মহকুমায় চারটি বিধানসভা মিলিয়ে ৮৬ হাজার ১৭৫ জনের নাম বাদ গিয়েছে। এই বিষয়ে গাইঘাটার বিজেপি নেতৃত্বের দাবি, যাঁদের নাম বাদ গিয়েছে তার বেশিরভাগটাই মৃত এবং স্থানান্তরিত ভোটার।