EPFO | ইপিএফওর নিয়মে আসছে বদল, আগের চেয়ে অনেক বেশি পরিমাণ সঞ্চয় করতে পারবেন চাকরিজীবীরা

Saturday, September 21 2024, 9:28 am
EPFO | ইপিএফওর নিয়মে আসছে বদল, আগের চেয়ে অনেক বেশি পরিমাণ সঞ্চয় করতে পারবেন চাকরিজীবীরা
highlightKey Highlights

এবার যাদের বেসিক বেতন ২১ হাজার টাকা পর্যন্ত তাঁদেরও ইপিএফও’র সদস্য করা হবে।


ইপিএফওতে বদল আনতে চলেছে কেন্দ্র। যার ফলে আগের চেয়ে অনেক বেশি পরিমাণ সঞ্চয় করতে পারবেন চাকরিজীবীরা। এতদিন যাদের ১৫ হাজার বা তার কম হত, তাদেরই অন্তর্ভুক্ত করা হত ইপিএফওতে। তবে এবার যাদের বেসিক বেতন ২১ হাজার টাকা পর্যন্ত তাঁদেরও ইপিএফও’র সদস্য করা হবে। আসলে কর্মীদের বেতন যাই হোক এতদিন মোট ১৫ হাজার টাকার বেশি বেসিক ধরে ইপিএফওতে সঞ্চয় করা যেত না। বেতনের ঊর্ধ্বসীমা যদি ২১ হাজার টাকা হলে যোগদান বেড়ে হবে ২৫২০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File