Bangladesh | ''জুলাই বিপ্লবের আহতদের অবহেলা করা হচ্ছে'', প্রতিবাদে ঢাকার রাস্তায় পথ অবরোধে নামলো বিপ্লবীরা
‘খোঁজ নেয় না ইউনুস সরকার’, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে ঢাকায় পথ অবরোধ জুলাই বিপ্লবে আহতদের।
জুলাই আন্দোলনের মাধ্যমেই হাসিনা সরকারের পতন হয়েছিল বাংলাদেশে। তারপরই ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অথচ তারপরেই জুলাই বিপ্লবে আহতদের ব্যক্তিদের অভিযোগ, তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। নেওয়া হচ্ছে না তাঁদের খোঁজখবর। এবার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকার পথে অবরোধে নামলেন জুলাই আন্দোলনের আহতেরা। গলায় প্রতীকী দড়ি ঝুলিয়ে পথে নামলেন তাঁরা। প্ল্যাকার্ডে লেখা “হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা।” ফলে ওপর বাংলায় চরম অস্বস্তিতে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।