দেশ

UCC | স্বাধীন ভারতে এই প্রথম! উত্তরাখণ্ডে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি

UCC | স্বাধীন ভারতে এই প্রথম! উত্তরাখণ্ডে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি
Key Highlights

স্বাধীন ভারতে প্রথম কোনও রাজ্যে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)

স্বাধীন ভারতে প্রথম কোনও রাজ্যে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। সোমবার থেকে উত্তরাখণ্ডে এই বিধি লাগু হতে চলেছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, UCC লাগু করার ক্ষেত্রে সবরকম অনুমোদন মিলেছে। সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালু করার কথা বলা হয়েছে UCCতে। ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং ‘লিভ ইন’ সম্পর্ক নথিভুক্ত করাকে আইনের আওতায় আনা হয়েছে। অবশ্য এক্ষেত্রে পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে।