সুখবর! টানা ২ মাস বিনামূল্যে ব্যবহার করুন জিও ফাইবার ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু কিভাবে?
Tuesday, July 20 2021, 11:06 am
Key Highlightsবর্তমান করোনা আবহকালীন পরিস্থিতিতে প্রায় সকলেই বাড়িতেই রয়েছেন। এখন সবকিছু কাজেরই মাধ্যম হল ইন্টারনেট। যেমন, ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে থেকেই বিদ্যালয়-কলেজের ক্লাস ইত্যাদি। কাজের পাশাপাশি মনোরঞ্জনের জন্য একটু ভিডিয়ো স্ট্রিমিং বা কিছু ডাউনলোড করলেই নিমিষের মধ্যেই ইন্টারনেট শেষ হয়ে যায়। তাই জিও ফাইবার এবার নয়া ফিচার নিয়ে এসেছে। Reliance JioFiber অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, আপনার নজরে আসবে 30 দিনের ফ্রি ট্রায়াল পরিষেবা। প্রথমবার জিওফাইবারের কানেকশন নিলে হাইস্পিড ইন্টারনেটের প্যাকেজ ১ মাসের জন্য ফ্রি মিলবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- জিও ফাইবার
- জিও
- ওয়ার্ক ফ্রম হোম

