S Jaisankar | ‘এই ঘটনা নতুন কিছু নয়'! হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ১০৪ অভিবাসীদের ফেরানো নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী
![S Jaisankar | ‘এই ঘটনা নতুন কিছু নয়'! হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ১০৪ অভিবাসীদের ফেরানো নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী](https://media.bengalbyte.in/images/zzywq6jp/featured.webp)
হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে দেশে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়েছে ট্রাম্পের আমেরিকা।
হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে দেশে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়েছে ট্রাম্পের আমেরিকা। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘অপমানজনক’ বলে সংসদ চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যার্পণের ঘটনা ঘটে থাকে। তারা সেদেশে অবৈধ ভাবে থাকলেও, আমাদের দায়িত্ব সেই সকল নাগরিকদের আবার ফেরত নেওয়া। হাতকড়ি পরিয়ে, পায়ে শিকল বেঁধে বিমানে তোলার বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।’