Salman Khan | “ওঁরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন”! পাকিস্তানী শিল্পীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক 'ভাইজান'! অপেক্ষা কেন্দ্রের ছাড়পত্রের!

Thursday, March 27 2025, 2:11 pm
highlightKey Highlights

'ভাইজানে'র কথায়, “আমি তো ওঁদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ওঁরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।”


২০১৬ সালে বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করেছে ভারত। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেও আর সেভাবে ভারতের বিনোদন জগতে পাক সেলিব্রিটিদের দেখা যায় নি। এই আবহে এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান। বুধবার ‘সিকন্দর’এর প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে। 'ভাইজানে'র কথায়, “আমি তো ওঁদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ওঁরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File