Buddhadeb Bhattacharjee । বুদ্ধদেবের শেষযাত্রায় হচ্ছে না গান স্যালুট! পাম অ্যাভিনিউয়ের নাম বদলে বুদ্ধদেবের নামে রাখার প্রস্তাব মমতার
Friday, August 9 2024, 6:16 am
Key Highlightsশেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব। এরপর আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবন ও দীনেশ মজুমদার ভবন হয়ে মরদেহ পৌঁছবে NRS-এ।
শেষবারের মতো বিধানসভায় বুদ্ধদেব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষশ্রদ্ধা জানাতে হাজির স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল-বিজেপির বিধায়করা। এরপর আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবন ও দীনেশ মজুমদার ভবন হয়ে মরদেহ পৌঁছবে NRS-এ। কিন্তু, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় হচ্ছে না গান স্যালুট। বুদ্ধবাবুকে সম্মান জানাতে পাম অ্যাভিনিউয়ের নাম বদলে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাখার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই নিয়ে আলোচনা হবে কলকাতা পুরসভায়। তারপর পুরসভার পক্ষ থেকে নতুন নামের নাম ফলক লাগানো হবে পাম অ্যাভিনিউয়ে।
- Related topics -
- বুদ্ধদেব ভট্টাচার্য
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজনৈতিক
- মমতা ব্যানার্জী

