পরমাণু বোমার সামগ্রী ক্যালিফোর্নিয়াম নয় বরং সাধারণ পাথর মিলেছিল কলকাতায়

Monday, August 30 2021, 3:29 pm
highlightKey Highlights

গত বুধবার কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে উদ্ধার হওয়া তেজস্ত্রিয় মৌলটি আসলে ক্যালিফোর্নিয়াম নয়, বরং তা ছিল সাধারণ মামুলি পাথর। জানা যাচ্ছে ওই চারটি উজ্জ্বল পাথরের মতো মৌলগুলি উদ্ধার করে সিআইডি। সেগুলি শক্তিশালী ক্যালিফোর্নিয়াম বলেই আশঙ্কা করা হয়েছিল।এয়ারপোর্টের কাছে যে পরিমাণ পাথর পাওয়া গিয়েছে, তা ক্যালিফোর্নিয়াম হলে তার হত আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা। উদ্ধারের পরই ওই চারটি পাথর পাঠানো হয়েছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কিন্তু প্রাথমিক রিপোর্টে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার জানিয়ে দিল, ওই চারটি পাথর ক্যালিফোর্নিয়াম বা ইরিডিয়াম নয়, বরং সাধারণ মামুলি পাথর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File