R G Kar | 'বহুত কুছ এভিডেন্স হ্যায়'..আরজিকরে তল্লাশি চালিয়ে বক্তব্য CBIর! সন্দীপ ঘোষের বাড়ি, কেষ্টপুর, হাওড়াতেও চললো তল্লাশি
Sunday, August 25 2024, 5:07 pm

সন্দীপ ঘোষের বাড়ি ও আরজিকর হাসপাতাল ছাড়াও সিবিআই হানা দিয়েছিলো মোট ১৫টি জায়গায়।
আরজিকর হাসপাতালে ৯ ঘণ্টারও বেশি তল্লাশি চালানোর পর সিবিআই জানায়, 'বহুত কুছ এভিডেন্স হ্যায়' অর্থাৎ অনেক প্রমাণ আছে। সূত্রের খবর, সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। এক তৃণমূল নেতার নামও উঠে আসছে। উল্লেখ্য, আজ সন্দীপ ঘোষের বাড়ি ও আরজিকর হাসপাতাল ছাড়াও সিবিআই হানা দিয়েছিলো ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বাড়িতে, হাওড়ার সাঁকরাইলের ব্যবসায়ী বিপ্লব সিং ও ব্যবসায়ী সুমন হাজরার ওষুধের দোকান ও বাড়ি সহ মোট ১৫টি জায়গায়।
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- শহর কলকাতা
- সিবিআই