Bangladesh | বৈষম্যবিরোধী ‘জাতীয় নাগরিক পার্টি’তে নেই কোনো হিন্দু সদস্য, প্রহসন বাংলাদেশে!
Saturday, March 1 2025, 6:12 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশের রাজনীতিতে পথ চলা শুরু করল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নেই কোনো হিন্দু সদস্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দলের। দলের নাম রাখা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে গীতা, বাইবেল, কোরান, ত্রিপিটকও পাঠ করেন ছাত্ররা। তবে বৈষম্য বিরোধী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেও নতুন দলের শীর্ষপদে সংখ্যালঘু সম্প্রদায়ের কারও জায়গা হয়নি। সাংগঠনিক পদ বণ্টনে নেই কোনো হিন্দু সদস্যের পদ। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান সংশোধন এর সময়ে 'ধর্মনিরপেক্ষ' কথাটি বাদ দিয়েছে ইউনুস সরকার।