Voter Scam | 'এপিক' গেরোয় নির্বাচন কমিশন, ‘ভূতুড়ে ভোটার’ আছে - স্বীকার জাতীয় নির্বাচন কমিশনের

Friday, March 7 2025, 4:14 pm
highlightKey Highlights

‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝে তৃণমূলের চাপের মুখে নতিস্বীকার। ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী ৩ মাসের মধ্যে সরানো হবে বলেই জানাল জাতীয় নির্বাচন কমিশন।


‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। তাঁরা দাবি করছিলো বিজেপি ভোট বাড়াতে ‘ভূতুড়ে ভোটার’দের ব্যবহার করছে। আর এবিষয়ে তাঁদের মদত দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশন বিবৃতি জারি করে জানায়, একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নামে ভোটার কার্ড থাকা মানেই তাঁরা ভুয়ো ভোটার নন। গত বৃহস্পতিবার তৃণমূল কমিশনের দপ্তর অভিযান করে। একদিনের মধ্যেই মত বদলালো নির্বাচন কমিশন। আগামী ৩ মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File