SSC 2016 | 'প্রশাসনিক সমস্যা হচ্ছে..!' ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এবার রায় পুনর্বিবেচনা করার আর্জি রাজ্য সরকারের!

প্রায় একই রকম কারণ দর্শিয়ে মঙ্গলবার রায় পুনর্বিবেচনার আর্জি জানাল পশ্চিমবঙ্গ সরকার।
২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার প্রায় একই রকম কারণ দর্শিয়ে মঙ্গলবার রায় পুনর্বিবেচনার আর্জি জানাল পশ্চিমবঙ্গ সরকার। আবেদনে জানানো হয়, ‘সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে। এর ফলে বহু স্কুলে পঠনপাঠন বন্ধ করে দিতে হতে পারে। বহু স্কুলে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা। ছাত্রছাত্রীরাই বিপাকে পড়ছে।’ পাশাপাশি বুধবারই এই মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে।