Child Poverty । ভারত-সহ বিশ্বের ২০টি দেশে প্রতি ৪ শিশুর মধ্যে খাদ্য দারিদ্র্যে লড়াই করে ১ টি শিশু!
বিশ্বের ২০টি এমন দেশ রয়েছে যেখানে তীব্র অনাহারে থাকে হাজার হাজার শিশু।
বিশ্বের ২০টি এমন দেশ রয়েছে যেখানে তীব্র অনাহারে থাকে হাজার হাজার শিশু। সম্প্রতি এমনই ভয়াবহ তথ্য পেশ করলো ইউনিসেফ এর গ্লোবাল চাইল্ড নিউট্রিটন রিপোর্ট ২০২৪ - এর অংশ। এই তালিকায় নাম রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, চীন ও আরও ১৬টি দেশ-সহ ভারতেরও। ক্ষতিগ্রস্ত দেশগুলিতে প্রতি ৪টি শিশুর মধ্যে ১ জন তীব্র খাদ্য দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছে। শিক্ষার দিক থেকে তো বটেই, স্বাস্থ্যের দিক থেকেও বিশ্বব্যাপী ১৮১ মিলিয়ন শিশু সমান ভাবে বিকশিত হচ্ছে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- শিশু
- খাদ্য