বহরমপুরে পুলিশের ঘরেই চোরের হানা, আলমারি ভেঙে লক্ষাধিক টাকার চুরি
Wednesday, February 10 2021, 11:54 am
Key Highlightsপুলিশের ঘরেই চোরের হানা! পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এক পুলিশকর্মীর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে চুরি হল মুর্শিদাবাবাদ জেলার বহরমপুরে। অভিযোগ, লক্ষাধিক টাকার গয়না ও নগদ নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এই ঘটনায় কোনও পরিচিত জড়িত বলে দাবি করেছে ওই পুলিশকর্মীর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বহরমপুর থানা এলাকার মোল্লাগেরে ওই চুরি হয়েছে। বাড়ির মালিক চিন্ময় মজুমদার সে সময় বাড়িতে ছিলেন না। মঙ্গলবার বহরমপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কাজে নিযুক্ত ছিলেন নওদা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর চিন্ময়।