WFI | ভুয়ো বার্থ সার্টিফিকেট! দিল্লির ১১ জন কুস্তিগীরকে সাসপেন্ড করল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া

Thursday, August 7 2025, 4:08 pm
highlightKey Highlights

ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ায় ১১ জন কুস্তিগীরকে সাসপেন্ড করল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা WFI।


সম্প্রতি দিল্লি পুরসভাকে ১১০টি ডকুমেন্টস পরীক্ষা করতে দেয় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা WFI। তাতে জানা যায়, বেশ কিছু রেসলারের ডোমিসাইল সার্টিফিকেট ও বার্থ সার্টিফিকেটের মধ্যে মিল নেই। আবার কয়েকজনের রেসলারের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাঁর জন্মের ১২ থেকে ১৫ বছর পর। এরপরই ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে কয়েকজন কুস্তিগীরকে সাসপেন্ড করেছে রেসলিং ফেডারেশন। যাদের বাদ দেওয়া হয়েছে তাঁরা হলেন সক্ষম, মনুজ, কবিতা, অংশু, আরুশ রানা, শুভম, গৌতম, জাগরুপ ধনখড়, নকুল, দূষ্মন্ত, সিদ্ধার্থ বালিয়ান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File