Cost of Living City Ranking । বিশ্বের দামি শহর হংকং! সবচেয়ে সস্তা শহরের স্থান পেল পাকিস্তানের ইসলামাবাদ! কলকাতা কত নম্বরে?
Thursday, July 4 2024, 1:52 pm
Key Highlights
গোটা বিশ্বে সবথেকে দামি শহরের তকমা পেল হংকংয়। এরপর রয়েছে সিঙ্গাপুর, জুরিখ।
গোটা বিশ্বে সবথেকে দামি শহরের তকমা পেল হংকংয়। এরপর রয়েছে সিঙ্গাপুর, জুরিখ। অন্যদিকে সবচেয়ে সস্তা শহর পাকিস্তানের ইসলামাবাদ। অর্থাৎ একজন ব্যক্তিকে জীবনযাপনের জন্য সবচেয়ে কম খরচ করতে হয় প্রতিবেশী দেশের ওই শহরে। এই তালিকায় শহর কলকাতা রয়েছে ২০৭ নম্বরে।‘মার্সর’ নামের এক সমীক্ষাকারী সংস্থার রিপোর্ট, ‘কস্ট অব লিভিং সিটি র্যাঙ্কিং ২০২৪’এর তালিকাটি গড় আয় এবং বসবাসের খরচ, পরিবহণের ব্যয়, খাদ্য ও পোশাকের ব্য়য়ের মতো ২০০টি বিষয় খতিয়ে দেখে তালিকাটি প্রস্তুত করা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- ভারত
- শহর কলকাতা
- পাকিস্তান
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- অর্থনৈতিক