Glaciers Shrinking | জলবায়ু পরিবর্তনের প্রকোপে গলে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, আন্দিজ পর্বতমালা!
লাগাতার তাপমাত্রা বৃদ্ধিতে গলে যাচ্ছে ওই পর্বতের হিমবাহ, পাল্টে যাচ্ছে রূপ, আকৃতি ও গড়ন।
বিশ্ব উষ্ণায়নের প্রকোপে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, আন্দিজ পর্বতমালা। লাগাতার তাপমাত্রা বৃদ্ধিতে গলে যাচ্ছে ওই পর্বতের হিমবাহ, পাল্টে যাচ্ছে রূপ, আকৃতি ও গড়ন। এমনকি বরফ গলে ছোট ছোট হ্রদ তৈরি হয়েছে। আন্দিজ পর্বতমালায় পৃথিবীর ৯৯ শতাংশ ক্রান্তীয় হিমবাহের অবস্থান। শীতকালে বরফের আকারে জল ধরে রাখে আন্দিজ, গরমে যা নদীতে গিয়ে জমা হয়। সেই জল কৃষিকাজে লাগে, পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়, জলবিদ্যুৎ প্রকল্প এবং খনির কাজও চলে। জলবায়ু পরিবর্তনের প্রকোপে সেই বরফেই গায়েব হয়ে যাচ্ছে।
- Related topics -
- আবহাওয়া
- পরিবেশ
- পরিবেশ সুরক্ষা
- বিশ্ব উষ্ণায়ন