Amazon River | খরা এবং অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, প্রভাব পড়ছে শিল্প সংস্থাগুলির উৎপাদনেও
Monday, September 9 2024, 5:01 am
Key Highlightsখরা এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ হওয়ার জোগাড় নদী। আমাজন নদীর জলস্তর নাম নেমেই চলেছে।
বেশ সময় ধরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে পরিবেশে। এবার সেই প্রভাব পড়ছে পৃথিবীর বৃহত্তম নদীর ওপরেও। খরা এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ হওয়ার জোগাড় নদী। আমাজন নদীর জলস্তর নাম নেমেই চলেছে। ব্রাজিলিয়ান জিওলজিক্যাল সার্ভিস (SGB) জানিয়েছে, আমাজন অববাহিকার অন্তর্গত সব নদীর অবস্থাই সঙ্কটজনক। গত বছর রিও নিগ্রোর গভীরতা ২৪ মিটার ছিল, বর্তমানে তা ২১ মিটারে এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে শিল্প সংস্থাগুলির উৎপাদনেও প্রভাব পড়ছে। পণ্য সরবরাহে বাধার সম্মুখীন হচ্ছে তারা।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- পরিবেশ
- পরিবেশ রক্ষা
- আমাজন অরণ্য

