World First Miss World | প্রয়াত বিশ্বের প্রথম ‘Miss World’ কিকি হাকানসন
Wednesday, November 6 2024, 12:44 pm
Key Highlights১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন কিকি হাকানসন।
প্রয়াত বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ৯৫ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন কিকি হাকানসন। বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ডের প্রয়াণে সোশ্যাল মাধ্যমে শোকবার্তা জানানো হয় ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল পেজের তরফ থেকে। কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। কিকি হাকানসনের প্রয়াণ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য একটি যুগের অবসান হলো।
- Related topics -
- বিনোদন
- ফ্যাশন
- সেলিব্রিটি
- অন্যান্য

