Lung Cancer Vaccine । হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর 'আশা', শুরু হলো বিশ্বের প্রথম ফুসফুস ক্যানসারের টিকার ট্রায়াল
বিশ্বে প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হলো টিকার ট্রা ফুসফুসের ক্যানসারেরয়াল।
বিশ্বে প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হলো টিকার ট্রা ফুসফুসের ক্যানসারেরয়াল। ক্যানসার কোষগুলিকে শরীর থেকে নির্মূল করা যায় কি না, তা খতিয়ে দেখতে BNT116 টিকা তৈরি করেছে বায়োএনটেক। সাতটি দেশে BNT116 টিকার প্রথম পর্বের ট্রায়াল শুরু হয়েছে। মোট ১৩০ জনকে প্রথম পর্বে এই টিকা দেওয়া হবে। যে রোগীদের শরীরে মূলত এই টিকার প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে তাঁদের মধ্যে কেউ রয়েছেন ক্যানসারের ফার্স্ট স্টেজে, কারও চলছে সার্জারি বা রেডিয়োথেরাপি। অনেকে রয়েছেন লাস্ট স্টেজে।
- Related topics -
- আন্তর্জাতিক
- স্বাস্থ্য
- ক্যান্সার
- টিকাকরণ