World Athletics Championships | বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মুখোমুখি নীরজ-নাদিম, শনিতে মুখোমুখি আর কারা?

ন’দিনের এই প্রতিযোগিতায় ১৯ জন ভারতীয় অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
শনিতে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ১৩ সেপ্টেম্বর থেকে চলা এই প্রতিযোগিতায় ১৯ জন ভারতীয় অ্যাথলিটেরা অংশ নেবেন। এই টুর্নামেন্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পাক জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের মুখোমুখি হবেন অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার। নীরজের ম্যাচ রয়েছে বুধবার, ১৮ সেপ্টেম্বর। বিশ্ব অ্যাথলেটিক্সে জ্যাভলিনে নীরজ ছাড়াও অংশগ্রহণ করছেন শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব। মেয়েদের জ্যাভলিনে অংশগ্রহণ করছেন অণু রানি। পদক সংখ্যা বাড়াতে এবার দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় দলের অন্যান্য অ্যাথলিটরাও।