Kulwinder Kaur । বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে চড় মারা মহিলা CISF-কে সাস্পেন্ডের পর করা হলো গ্রেফতার!
Friday, June 7 2024, 12:20 pm
Key Highlightsকঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেফতার করা হল মহিলা CISF কুলবিন্দর কউরকে।
কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেফতার করা হল মহিলা CISF কুলবিন্দর কউরকে। চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত কুলবিন্দরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মাণ্ডির BJP সাংসদ। তাঁকে ডিউটি থেকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করার জেরেই কঙ্গনা রানাউতকে তিনি চড় মেরেছেন বলে জানিয়েছেন কুলবিন্দর কউর। জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই কর্তব্যরত CISF জওয়ান জন্মসূত্রে পঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা, কৃষক পরিবারের মেয়ে। তাঁর স্বামীও CISF-এ কর্মরত। দুই সন্তান রয়েছে এই জওয়ান দম্পতির।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজনৈতিক
- বিজেপি সাংসদ
- বিজেপি
- কৃষক আন্দোলন

