WB Education Board | গরমের দাপটের জেরে ক্লাস নেওয়ার সময় বদলের পরামর্শ রাজ্য সরকারের!
পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অ্যাডভাইসরি জারি করল রাজ্য সরকার।
দক্ষিণবঙ্গে চলছে গরমের দাপট। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ চড়েছে ৪০ডিগ্রিতে। কলকাতার তাপমাত্রা ঘুরছে ৩৮ ডিগ্রির মধ্যে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অ্যাডভাইসরি জারি করল রাজ্য সরকার। মঙ্গলবার, ১১জুন এই অ্যাডভাইসরি জারি করে সরকার পরিচালিত, সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে স্থানীয়ভাবে ক্লাস নেওয়ার সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই সিদ্ধান্ত আবহাওয়ার ওপর ভিত্তি করে নিতে বলা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শিক্ষার্থী
- শিক্ষাদফতর
- আবহাওয়া