Gangasagar Bridge | স্থলভাগের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ! তৈরী হবে ‘‌গঙ্গাসাগর সেতু’‌

Sunday, December 1 2024, 8:13 am
highlightKey Highlights

‘‌গঙ্গাসাগর সেতু’‌ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এই সেতু আগামী চার বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


এবার স্থলভাগের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ। ‘‌গঙ্গাসাগর সেতু’‌ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এই সেতু আগামী চার বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সেতুর কাজ শেষের সময়সীমা বেঁধে দিয়ে দরপত্র জারি করেছে রাজ্য সরকার। এই সেতু নির্মাণে কোষাগার থেকে খরচ করবে প্রায় এক হাজার ৪৩৯ কোটি টাকা। মুড়িগঙ্গার উপরই চার কিলোমিটার দীর্ঘ ‘‌গঙ্গাসাগর সেতু’‌ নির্মাণ হবে। স্বাধীনতার ৭৭ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File