তেলুগু হিট ‘ভাগমতী’র অফিশিয়াল এর হিন্দি রিমেক ‘দুর্গামতী’র ট্রেলারে নজর কাড়লেন ভূমি-যিশু-আরশাদ।

Wednesday, November 25 2020, 10:07 am
তেলুগু হিট ‘ভাগমতী’র অফিশিয়াল এর হিন্দি রিমেক ‘দুর্গামতী’র ট্রেলারে নজর কাড়লেন ভূমি-যিশু-আরশাদ।
highlightKey Highlights

তেলুগু ছবি ‘ভাগমতী’র পরিচালক জি. অশোকের পরিচালনায় আসছে হিন্দি রিমেক ছবি ‘দুর্গামতী’। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ভূমি পেডনেকর কে। এছাড়াও বাংলার দর্শকদের কাছে বাড়তি পাওনা পুলিশ অফিসারের ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত। বুধবারই প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ছবিতে ঈশ্বর প্রসাদের চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। নিধি বর্মার ভূমিকায় দেখা যাচ্ছে মাহি গিলকে। ট্রেলারে রাজনৈতিক ষড়যন্ত্রের খেলা লক্ষ্য করা যাচ্ছে। সেখানেই শুরু হয় ভৌতিক কারখানা। চঞ্চল হয়ে ওঠে দুর্গামতী। দক্ষিণী সিনেমা ভাগমতী যাঁরা দেখেছেন, তাঁরা এই রহস্যের কিনারা করে ফেলতেই পারবেন। তবে ছবির পার্থক্য গড়ে দেয় তার ট্রিটমেন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File