Share Market | মার্কিন বাজারে ধস, অশান্ত মধ্য প্রাচ্য-বিশ্বের শেয়ার বাজারের টানাপোড়েনের প্রভাব পড়লো ভারতের বাজারেও
Monday, August 5 2024, 6:56 am
 Key Highlights
Key Highlightsসোমবার সকালে বাজার খোলার পরেই ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক।একই দশা নিফটিরও।
সপ্তাহ শুরুতে পতন শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খোলার পরেই ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক।একই দশা নিফটিরও। ২৪ হাজারের ঘরে নেমে যায় নিফটির সূচক। বেলা এগারোটার খবর অনুযায়ী, ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সেনসেক্সের সূচক। বিশ্লেষকদের মতে, এই পতনের জন্য দায়ী আন্তর্জাতিক পরিস্থিতি। একদিকে মার্কিন বাজারে ধস নেমেছে, অন্যদিকে অশান্ত হয়ে উঠছে মধ্য প্রাচ্য। ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। তার জেরে গোটা বিশ্বের শেয়ার বাজারেই টানাপোড়েন শুরু হয়েছে।
-  Related topics - 
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স

 
 