একুশের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাসে অনেকটা কাঁটছাট, ঘোষণা করলো শিক্ষামন্ত্রী।
Wednesday, November 25 2020, 11:10 am
Key Highlights
করোনাআবহে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে কাঁটছাট করবে শিক্ষাদপ্তর। পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করলেন। যদিও পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। করোনা থাবা বসায় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এবছরে উচ্চমাধ্যমিকের সব কটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। এদিকে করোনার দাপট এখনও কমেনি। স্কুল-কলেজ এখনও বন্ধ। স্নাতক স্তরের পরীক্ষা হয়েছে বাড়িতে বসে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিল পরীক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ সেই কারণে পরীক্ষার্থীদের মনে প্রশ্ন ছিল, সিলেবাস কি থাকবে। বুধবার সেই প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
- Related topics -
- শিক্ষা
- শিক্ষামন্ত্রী
- পার্থ চট্টোপাধ্যায়
- মাধ্যমিক
- উচ্চমাধ্যমিক