Midnapore Medical College Super | স্যালাইন কাণ্ডের সাসপেন্ড হয়েছিলেন মেডিক্যাল কলেজ সুপার, নিয়োগ হলো নতুন সুপার
বৃহস্পতিবার সন্ধে নাগাদ স্বাস্থ্যভবনের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড এমএসভিপি-র বদলে সেই দায়িত্বে আনা হয় ডাক্তার ইন্দ্রনীল সেনকে।
স্যালাইন কাণ্ডে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত সহ মোট ১২ সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধে নাগাদ স্বাস্থ্যভবনের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড এমএসভিপির বদলে ডাক্তার ইন্দ্রনীল সেনকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের একজন অধ্যাপক। এছাড়াও আরজিকরের স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেবদত্ত ঘোষ, বর্ধমান মেডিক্যালের চিকিৎসক দেবদূত বন্দ্যোপাধ্যায় ও তপন গঙ্গোপাধ্যায় সহ ৫ জন চিকিৎসকও নিয়োগ হলো হাসপাতালে।