Remote Operation । হাসপাতালে রোগী-অন্য শহরে চিকিৎসক! প্রযুক্তির সাহায্যে ৫ হাজার কিলোমিটার দূর থেকেই অপারেশন করলেন চিকিৎসক
Saturday, August 3 2024, 5:41 am
Key Highlightsপ্রায় ৫ হাজার কিলোমিটার দূর থেকেই রোগীর অপারেশন করলেন শল্যচিকিৎসক।
প্রায় ৫ হাজার কিলোমিটার দূর থেকেই রোগীর অপারেশন করলেন শল্যচিকিৎসক। চিনের কাসগার শহরের এক হাসপাতালে ফুসফুসের টিউমার নিয়ে ভর্তি হয়েছিলেন এক রোগী। তাঁর তড়িঘড়ি অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু যে চিকিৎসক এই অপারেশনটি করতে পারবেন, তিনি ছিলেন সাংহাই শহরে। কিন্তু তাও চিকিৎসা হলো-প্রযুক্তির সাহায্যে। এই ঘটনার একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রিমোট কন্ট্রোল যন্ত্রের সামনে বসে অপারেশন করছেন চিকিৎসক। অপর প্রান্তে কাসগারের হাসপাতালে শুয়ে রোগী। যন্ত্রই অপারেশন করে দিচ্ছে। আর যন্ত্রের চালক রিমোট রয়েছে চিকিৎসকের হাতে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- স্বাস্থ্য
- চিকিৎসা

