NEET 2024 । নিট বাতিলের আর্জির উপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট!
এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট বা নিট ২০২৪ নিয়ে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে নিট বাতিলের আবেদনে কাউন্সেলিংয়ে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।
নিট বাতিলের আবেদনে কাউন্সেলিংয়ে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট বা নিট ২০২৪ নিয়ে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। আবেদন করা হয়েছিল, নিট বাতিলের। একইসঙ্গে কাউন্সেলিংও স্থগিত করার আবেদন জানানো হয়। অভিযোগ উঠেছিল, পাটনা-সহ একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে এদিন আদালত জানিয়েছে, এখনই তারা বাতিলের আর্জির উপর কোনও স্থগিতাদেশ দেবে না। পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। তার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি রিপোর্ট দেবে। তারা জানাবে, কী ঘটনা ঘটেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত