East Bengal | সরে যাচ্ছেন ইস্টবেঙ্গল এফসির স্টপগ্যাপ কোচ বিনো জর্জও, খোঁজা হচ্ছে নতুন চিফ কোচ
Tuesday, October 1 2024, 1:34 pm
Key Highlightsএবার ইস্টবেঙ্গল এফসির স্টপগ্যাপ কোচ বিনো জর্জকেও দ্রুত সরে যেতে হচ্ছে।
ইস্টবেঙ্গলের পর পর ব্যর্থতার জেরে সম্প্রতি দলের কোচের দায়িত্ব থেকে সরতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতকে। তারপর তাঁর বদলে টিমের দায়িত্ব নিয়েছেন, তাঁর ভারতীয় সহকারী বিনো। তবে এবার ইস্টবেঙ্গল এফসির স্টপগ্যাপ কোচ বিনো জর্জকেও দ্রুত সরে যেতে হচ্ছে। ক্লাব ম্যানেজমেন্টের তরফে দ্রুত নতুন চিফ কোচ খোঁজা চলছে। ক্লাব সূত্রের খবর, পাঁচ জন বিদেশি কোচের একটা তালিকা তৈরি করে তাঁদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন অফিসিয়ালরা। লক্ষ্য, ১৯ অক্টোবর নতুন কোচের অধীনেই আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে মাঠে নামা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল

