Stock Market । মন্দার বাজারেও বড় রিটার্ন দিয়েছে যে সমস্ত স্মল ক্যাপ স্টকগুলি
Sunday, November 24 2024, 1:53 am
Key Highlightsপড়তি বাজারেও ৩৬টি স্মল ক্যাপ সংস্থার স্টক এ সপ্তাহে ডবল ডিজিট রিটার্ন দিয়েছে। এর মধ্যে কয়েকটি স্টকের রিটার্ন ২৫ শতাংশের বেশি।
আদানিকাণ্ডের পর পড়তি বাজারেও প্রায় ডবল ডিজিট রিটার্ন দিয়েছে ৩৬টি স্মল ক্যাপ সংস্থার স্টক। স্মল ক্যাপ স্টকগুলির মধ্যে সর্বোচ্চ রিটার্ন মিলেছে বানকো প্রোডাক্ট ইন্ডিয়া লিমিটেডের স্টক থেকে। প্রায় ৩৫ শতাংশ রিটার্ন দিয়েছে তাঁরা। কিরি ইন্ডাস্ট্রিজ় এ সপ্তাহে রিটার্ন দিয়েছে ২৭.৪৬ শতাংশ। এভারেস্ট কান্টো সিলিন্ডার লিমিটেডের স্টক এ সপ্তাহে রিটার্ন দিয়েছে ২৬.৪ শতাংশ। সুপ্রিয়া লাইফসায়েন্স লিমিটেডের স্টকের দামও এক সপ্তাহে ২৪.৫ শতাংশ বেড়েছে। ভালো রিটার্ন দিয়েছে মিডক্যাপ রেঞ্জের স্টকগুলিও।
- Related topics -
- বাণিজ্য
- অর্থনৈতিক
- শেয়ার বাজার
- বৈদেশিক বিনিয়োগ

