অর্থনৈতিক

Share Market | ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস! নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ!

Share Market |  ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস! নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ!
Key Highlights

ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস নামল। এখনও পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের।

ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে ধস নামল। এখনও পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের। সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ। তার পরে নিফটি সূচক দাঁড়িয়েছে ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লক্ষ কোটি টাকা।