Shantanu Sen | রেজিস্ট্রেশন সাসপেন্ড! "এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করব এবং জিতব।”- ইঙ্গিত শান্তনু সেনের
Friday, July 4 2025, 5:11 am
Key Highlightsরাজ্য মেডিক্যাল কাউন্সিল শান্তনু সেন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা দানা বেঁধেছে। এই আবহে মুখ খুলেছেন শান্তনু সেন।
ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল। এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। এদিন নিজের সমস্ত সার্টিফিকেটের বিবরণ দিয়ে তিনি বললেন ”বর্তমানে ডাক্তার সুদীপ্ত রায় পরিচালিত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল আমার FRCP রেজিস্ট্রেশন করার জন্য দরখাস্ত দিতে বলে ও ১০ হাজার টাকা দিতে বলে। এই সাম্মানিক পদবি রেজিস্ট্রেশন করা যায় না জেনেও তারা আমার থেকে টাকা নিয়ে বসে আছে।" তিনি আরো বলেছেন, "এই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করব এবং জিতব।”
- Related topics -
- রাজ্য
- শান্তনু সেন
- স্বাস্থ্যদপ্তর
- পশ্চিমবঙ্গ
- ডাক্তার

