Sagar Bandhu । গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ‘সাগর বন্ধু’ প্রকল্প চালু মুখ্যমন্ত্রীর, মিটবে ভাষার সমস্যা

Friday, January 10 2025, 3:36 am
highlightKey Highlights

গঙ্গাসাগর মেলার জন্য বিদেশ থেকেও আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। ভাষা সমস্যা দূর করতে এ বার যথেষ্ট সংখ্যক দোভাষীর ব্যবস্থা করছে রাজ্য। এদের নাম রাখা হচ্ছে ‘সাগর বন্ধু’ বা ‘সাগর দোস্ত’।


দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। এদের মধ্যে বিপুল সংখ্যক লোক হিন্দিভাষী। এবারে তাই দর্শনার্থীদের ভাষা সমস্যা দূর করতে বিপুল সংখ্যক দোভাষীর ব্যবস্থা করছে রাজ্য। বৃহস্পতিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষনা করলেন। প্রতিটি বাসে একটি করে দোভাষী থাকবে। এই দোভাষীদের ডাকা হবে ‘সাগর বন্ধু’ বা ‘সাগর দোস্ত’ নামে। এছাড়াও এবার মেলা জুড়ে থাকছে অসংখ্য ‘মে আই হেল্প ইউ’ কিয়স্ক। সেখান থেকেও মিলবে সাহায্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File