MNREGA | "১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র " - হাই কোর্টে আবেদন জানালো রাজ্য

অভিযোগ, নির্ধারিত সময় পেরোলেও এপর্যন্ত প্রাপ্য বকেয়া পাননি বঞ্চিত দিন মজুররা। এনিয়ে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা চেয়ে ফের কলকাতা হাই কোর্টে আবেদন জানাল রাজ্য।
১০০ দিনের প্রকল্পের পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছয় সেজন্যে ফের মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প চালু করতে গত জুন মাসে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ১ অগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে। রাজ্যের অভিযোগ, নির্ধারিত সময় পেরোলেও বকেয়া বাবদ ৪৫৬৩ কোটি টাকা দেয়নি কেন্দ্র। এনিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানাল রাজ্য।
- Related topics -
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট