Supreme Court Lawyer Change | 'আস্থা' য় আস্থা হারালো রাজ্য? সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল রাজ্য সরকার
Saturday, January 25 2025, 3:36 pm
Key Highlights
সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকারের আইনজীবী ছিলেন আস্থা শর্মা। এবার তাঁর জায়গায় দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন আইনজীবী কুণাল মিমানি।
সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যের আইনব্যাবস্থায় বড়ো বদল। সুপ্রিম কোর্টে আইনজীবী বদলাল রাজ্য সরকার। আইনজীবী আস্থা শর্মার বদলে এবার থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী কুণাল মিমানি। শনিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানালো, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন কুণাল মিমানি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়েই এই পরিবর্তন করা হয়েছে। গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করা কুণাল মিমানির দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা রয়েছে।