খেলাধুলা

Sujata Kar | পুরুষদের দলে মহিলা কোচ নিয়োগ করলো সাদার্ন সমিতি, কলকাতা প্রিমিয়র লিগে কোচিং দেবেন তিনি

Sujata Kar | পুরুষদের দলে মহিলা কোচ নিয়োগ করলো সাদার্ন সমিতি, কলকাতা প্রিমিয়র লিগে কোচিং দেবেন তিনি
Key Highlights

কলকাতা প্রিমিয়র লিগে এবার পুরুষদের দলে মহিলা কোচ নিয়োগ করে বৈপ্লবিক এক সিদ্ধান্ত নিয়েছে সাদার্ন সমিতি।

১২৭ বছরে পুরনো কলকাতা ফুটবল লিগ নতুন ইতিহাস তৈরির পথে। এবার পুরুষদের দলে মহিলা কোচ নিয়োগ করলো সাদার্ন সমিতি। এবছর লিগে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের দায়িত্বে রয়েছে পুরুষ কোচ। ব্যতিক্রমী সাদার্ন সমিতি। এবছর তাদের সিনিয়র দলের কোচ হিসেবে তাঁরা নিয়োগ করেছে সুজাতা করকে। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে দেশের সেরা মহিলা প্রশিক্ষকের পুরস্কার জিতেছেন সুজাতা। কোচিং দিয়েছেন ইস্টবেঙ্গল এবং শ্রীভূমি এফসি’র মহিলা দলেরও। নতুন 'চ্যালেঞ্জ' পেয়ে উচ্ছসিত সুজাতা।